কিভাবে Outlook Open করবেন…. A to Z
আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য
থাকছে খুবই খুবই গুরুত্বপূর্ন একটি টিপস্। আমরা যারা মাইক্রোসফ্ট Outlook ব্যবহার করার ইচ্ছা পোষন করি কিন্তু অনেকেই জানি না কিভাবে Outlook Open করতে হয়। আমি আজ আপনাদের
দেখাবো কিভাবে Outlook Open করতে হয়।
প্রথমে আপনি একটি Browser দিয়ে আপনার Account টি Login করুন। আমি আপনাদেরকে একটি Gmail
Account দিয়ে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের টিপস্ :
এখান থেকে My Account এ ক্লিক করুন।
Device activity & security events এ ক্লিক করুন।
Allow less secure app: টি প্রথমে OFF
থাকে তা ON করে দিন। তারপর Account টা Sign Out করে আবার Sign-in/
Login করুন। অথবা কম্পিউটার
/ ল্যাপটপ/ নোটবুক টি Restart
করুন।
Start মেনু থকে Outlook open করুন।
Next বোতাম চাপুন।
Yes এ পিক দিয়ে Next
বোতাম চাপুন।
Manual setup or additional server types এ ক্লিক করে Next
বোতাম চাপুন।
POP or IMAP এ ক্লিক করুন আর Next বোতাম চাপুন।
User Name আর Mail ID দিয়ে 1, 2 ও 3 সম্পূর্ন করে (4) More Settings এ ক্লিক করুন। Option- 5/6 টা আমরা পরে নীচে দেখাবো।
উপর দিক থেকে Outgoing Server ট্যাব এ আসুন, আর My outlook server (SMTP) requires
authentication এ পিক দিন।
(1)
Advanced ট্যাব এ আসুন।
(2) This server requires an encrypted connection (SSL) এ পিক দিন । (3) Incoming Server (POP3): 995 দিন। (4) Outgoing Server
(SMTP): 465 দিন। (5) Use the following type of encrypted
connection: SSL দিন। (6) Server Timeouts: 10 Mins Log করে দিন।
Option: 7 টা পিক না দিয়ে OK দিন , কেননা যে Mail গুলো আজ আপনার Outlook এ Download হচ্ছে, সে Mail গুলো কিছু নির্দিষ্ট দিন পর Web Server থেকে Remove / Delete হয়ে
যাবে। আর যার প্রয়োজন সে এটা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই প্রতিটা নির্দেশনা নিজ
দায়িত্বে পড়ে নিবেন।
Option: 5 যদি
আপনি আপনার Outlook এর Source টা অন্য কোন Location
/ Drive এ করতে চান তাহলে Browse
Option টা ব্যবহার করুন। আর আপনার Outlook এর Source Set করুন Different Location / Different Drive, যেখানে গিয়ে জমা হবে আপনার সমস্ত Mail, যাতে
আপনার Mail গুলো নিরাপদ থাকে।
Option: 6 টা তে প্রেস করে
দেখেনিন Outlook এর Incoming/Outgoing ঠিক আছে কি না।
Incoming/Outgoing
ঠিক থাকলে এই Pop-up টা Close কেরে দিন। Next বোতাম চাপুন।
Finish বোতাম চাপুন আর
মজা নিতে থাকুন Outlook দুনিয়ার।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
Mail: Gmail
Office
Application: Office 2013
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন