সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে Outlook Configure করবেন... দেখেনিন A to Z


কিভাবে Outlook Open করবেন…. A to Z

আসসালামু অলাইকুম
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে খুবই খুবই  গুরুত্বপূর্ন  একটি টিপস্‌।  আমরা যারা মাইক্রোসফ্ট Outlook ব্যবহার করার ইচ্ছা পোষন করি কিন্তু অনেকেই জানি না কিভাবে Outlook Open করতে হয়। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে Outlook Open করতে হয়। প্রথমে আপনি একটি Browser দিয়ে আপনার Account টি Login করুন। আমি আপনাদেরকে একটি Gmail Account দিয়ে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের টিপস্ :

এখান থেকে My Account এ ক্লিক করুন।


Device activity & security events এ ক্লিক করুন।

Allow less secure app:  টি প্রথমে OFF থাকে তা ON করে দিন। তারপর Account টা Sign Out করে আবার Sign-in/ Login করুন। অথবা কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক টি Restart করুন।

Start মেনু থকে Outlook open করুন।


Next বোতাম চাপুন।


Yes এ পিক  দিয়ে Next বোতাম চাপুন।



Manual setup or additional server types এ ক্লিক করে Next বোতাম চাপুন।

POP or IMAP এ ক্লিক করুন আর Next বোতাম চাপুন।


User Name আর Mail ID দিয়ে 1, 2 3 সম্পূর্ন করে (4) More Settings এ ক্লিক করুন। Option- 5/6 টা আমরা পরে নীচে দেখাবো।

উপর দিক থেকে Outgoing Server ট্যাব এ আসুন, আর My outlook server (SMTP) requires authentication  এ পিক দিন।

(1)  Advanced ট্যাব এ আসুন। (2) This server requires an encrypted connection (SSL) এ পিক দিন । (3) Incoming Server (POP3): 995 দিন। (4) Outgoing Server (SMTP): 465 দিন। (5) Use the following type of encrypted connection: SSL দিন। ‍(6) Server Timeouts: 10 Mins Log করে দিন।
   
Option: 7 টা পিক না দিয়ে OK দিন , কেননা যে Mail গুলো  আজ আপনার Outlook  Download হচ্ছে, সে Mail গুলো কিছু নির্দিষ্ট  দিন পর Web Server থেকে Remove / Delete হয়ে যাবে। আর যার প্রয়োজন সে এটা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই প্রতিটা নির্দেশনা নিজ দায়িত্বে পড়ে  নিবেন। 



Option: 5 যদি আপনি আপনার Outlook এর ‍ Source টা অন্য কোন Location / Drive এ করতে চান তাহলে Browse Option টা ব্যবহার করুন। আর আপনার Outlook এর ‍ Source Set করুন Different Location / Different Drive, যেখানে গিয়ে জমা হবে আপনার সমস্ত Mail, যাতে আপনার Mail গুলো নিরাপদ থাকে।

Option: 6 টা তে প্রেস করে দেখেনিন Outlook এর Incoming/Outgoing ঠিক আছে কি না।

 Incoming/Outgoing ঠিক থাকলে এই Pop-up টা Close কেরে দিন। Next বোতাম চাপুন।


Finish বোতাম চাপুন আর মজা নিতে থাকুন Outlook দুনিয়ার। 


আজকে পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন। 


Mail: Gmail
Office Application: Office 2013

[
বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি। আজ আমরা যে বিষটা নিয়ে টিউন্স টি করবো এটা খুব চিরচেনা সমস্যা। প্রায় সময়িই আমাদের My PC/ My Computer Double Click করে চালু করতে গেলে একটু সময় নিয়ে চালু হয়। এটা মাঝে মাঝে কোন কোন ব্যবহার কারীর কাছে সমস্যার কারন হয়ে দাড়ায়। তো চলুন তাহলে শুরু করা যাকঃ     প্রথমে আপনাকে Start Menu তে যেতে হবে। তারপর Run এ ক্লিক করতে হবে।       তারপর Run আসলে “regedit” লিখুন। এ Message টা আসলে Yes বোতামে ক্লিক করুন। তারপর HKEY_CURRENT_USER এ ক্লিক করুন। তারপর Control Panel এ ক্লিক করুন। তারপর Desktop এ ক্লিক করুন।   তারপর ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ক্লিক করুন। দেখুন Value Data “400” লেখা আছে, সেখানে 100 লেখে OK ক্লিক করুন। কম্পিউটারটাকে Restart দিন। আর দেখুন যে আপনি যখন My PC/ My Computer চালু করছেন তখন দেখবেন যে, এটা চালু হতে আ...

কেসিং না খুলেই CMD এর মাধ্যমে মাদার বোর্ড এর মডেল নাম্বার জানুন খুব সহজেই

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন, আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন   একটি টিপস্‌। আমরা যারা কম্পিউটার ব্যবহার কারি আছি, তারা সবাই জানি মাদার বোর্ড শব্দটি বা কথাটি আমাদের কাছে কতটা পরিচিত,   কিন্তু আমরা অনেকেই জানি না যে, কম্পিউটারের কেসিং না খুলে কিভাবে আমরা একটি কম্পিউটারের   মাদার বোর্ড এর মডেল নাম্বার জানতে পারি. অনেকের কাছে মাদারর বোর্ড এর মডেল জানতে চাইলে বলে, কেসিং খুলতে হবে অথবা CPU-Z সফ্টওয়্যারটি Install করতে হবে।   তো আজকের টিপস্ টি তাদেরকে ‍উদ্দেশ্য করে তৈরি করা।   চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপসব: প্রথমে আপনাকে ‍Start Menu তে যেতে হবে। তারপর Search Bar   এ CMD লিখতে হবে। CMD লিখার পর আপনি উপরে যে cmd.exe এসেছে তার উপর মা উসের ডান বোতাম চেপে Run as administrator এ ক্লিক করুন। CMD Open হলে তাতে লিখুন: wmic তারপর enter প্রেস করুন। wmic:root\cli> লিখাটি আসার আগ পর্যন্ত   ২/১ সেকেন্ড অপেক্ষা করুন। baseboard লিখুন ...

যে কোন Image দিয়ে Google এ Search

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটু  ব্যতিক্রমী টিপস্ । আমরা অনেকেই Search Engine হিসেবে Google কে ব্যবহার করে আসছি। কিন্তু Google এর কিছু Service আছে যা আমরা অনেকেই জানি না। আজকে এমনই একটি বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। চলুন কথা বেশি না বলে শুরু করা যাক আজকের টিউন: প্রথমে আপনি আপনার ব্রাউজারটি চালু করুন। তারপর Images এ ক্লিক করুন। তারপর ক্যামেরার মত ছোট Icon এ ক্লিক করুন। তারপর Upload an Image   এ ক্লিক করুন। তারপর Choose File এ ক্লিক করুন। তারপর আপনার যে Image টি দিয়ে Google এ Search করতে চান তা Source Select করে Open এ ক্লিক করুন। এর পর নিজেই দেখুন Google কত সুন্দর কাজ করছে। আর আপনার দেয়া ছবি সম্পর্কিত নানান তথ্য নিয়ে হাজির হয়েছে। Google এর নতুন Service টা আশা করি আপনাদের ভাল লাগছে। আজকে এ পর্যন্তই , যদি টিপস্ টি ভাল লেগে থাকে , তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস...