আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য
থাকবে গুরুত্বপূর্ন একটি টিপস্। আমরা যারা মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং মাইক্রোসফ্টি এক্সেলে
কাজ করি তারা প্রায় সময়ই ভাবি যে, যদি মাইক্রোসফ্টি এক্সেলের
মত করে মাইক্রোসফ্ট ওয়ার্ড এ অটো নাম্বারিং করা যেত, তাহলে কাজটা আরো অনেকটা সহজ হয়ে
যেত। তো আমি বলতে চাচ্ছি যে, আজকের টিপস্ টা তাদের জন্য ই।
চলুন তাহলে শুরু
করা যাক আজকের টিপস্:
প্রথমে আপনাকে একটি মাইক্রোসফ্ট
ওয়ার্ড ফাইলটি Open / Create করতে
হবে।
Insert থেকে Table এ ক্লিক করে আমরা একটি টেবিল তৈরি
করবো। যদি আমাদের পূর্বে টেবিল তৈরি থাকে তাহলে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই।
টেবিলের যে Column আমরা অটো নাম্বারিং করতে চাই সেখানের
Cursor রেখে কী-বোর্ড থেকে Ctrl+F9 বোতাম চাপুন। উপরের মত দুইটি 2nd Bracket আসবে।
2nd Bracket এর মাঝে লিখুন ”autonum“
কী-বোর্ড থেকে F9 বোতাম চাপুন। দেখবেন উপরের চীত্রের মত
অটো মেটিক 1 চলে আসছে।
তারপর যে Cell এ অটো নাম্বারিং হবে। তাতে Paste করে দিন।
ফলাফল টা নিজেই দেখুন।
এই কাজ টা আপনি লিখা-লেখির শুরুতে অথাবা শেষেও করতে পারেন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন