সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে Install করবেন Win 8 / Win 8.1 & Win10 দেখেনিন A to Z


আসসালামু অলাইকুম
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমার পোষ্ট করার জন্য, সাময়িক ব্যবস্তার কারনে অনেকটা দেরি টা হয়ে গেল। আশা করি, এখন থেকে নিয়মিত পোষ্ট পাবেন। আমাকে অনেকেই Windows Operating System (OS) Installation নিয়ে পোষ্ট করার কথা বলেছেন। তো আজকের পোষ্টটা তাদের জন্যই। তো আমরা সবাই বুঝে গেছি “কি হবে আমাদের আজকের টপিক?”, আজকের টপিক Windows Operating System (OS) Installation.

চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:

 প্রথমেই আপনাকে Windows Operating System 8 / 8.1 & Win10 (32 Bit / 64 Bit) এর একটি CD/DVD আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক এর ROM প্রবেশ করাতে হবে। তারপর কম্পিউটারটি Restart করে BIOS এ প্রবেশ করুন। 
Boot এ প্রবেশ এর পর 1st Boot CV/DVD অথবা 1st Boot USB CV/DVD দিয়ে 2nd Boot HDD Drive দিয়ে F10 এ ক্লিক করুন।

OK ক্লিক করে Save করুন।


এটা আশার পর Keyboard থেকে যে কোন একটা Key/ Button এ ক্লিক করুন।



Windows 10 Setup 32 Bit / 64 Bit Select করে Enter বোতাম প্রেশ করুন।



Language নির্বাচন করুন। তারপর Next বোতাম প্রেশ করুন।



Install now বোতামে প্রেশ করুন।



License Trams এর Accept Box এ টিক চিহ্ন দিয়ে Next বোতাম প্রেশ করুন।



 যেহেতু আমরা Microsoft এর Pirate Version ব্যবহার করছি সেহেতু “I don’t have a product key” ক্লিক করুন।



আপনি আপনার পছন্দের Edition টি নির্বাচন করে Next বোতাম প্রেশ করুন।



তারপর Custome Install Windows only (Advance) এ ক্লিক করুন।



এটা খুবই গুরুত্বপূর্ন একটি জায়গা,  আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক এর HDD তে কোন OS/Partition দেওয়া না থাকলে এমনটাই দেখাবে। New তে ক্লিক করে আপনি আপনার Drive (Size wise) গুলো তৈরি করে নিন।
  


Partition হয়ে গেলে এটা এমন দেখোবে। তারপর আপনি যে ড্রাইভে Operating System (OS) টা Install করতে ইচ্ছুক শুধু মাত্র তা Select করে Next বোতাম প্রেশ করুন।



 এমন করে কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক Operation System (OS) আস্তে আস্তে Install হতে থাকবে। 100% হয়ে গেলে অন্যান্য Process গুলো হবে।



Process গুলো শেষ হয়ে গেলে  কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক Automatic Restart নিবে। 10 ‍সে. অপেক্ষা করতে না চাইলে আপনি সরাসরি Restart now বোতামে ক্লিক করেও Restart দিতে পারেন।



তারপর কিছুক্ষন পরই আপনি আপনার কাঙ্খিত Desktop কে দেখতে পাবেন।


আজকে পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন। 



[
বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি। আজ আমরা যে বিষটা নিয়ে টিউন্স টি করবো এটা খুব চিরচেনা সমস্যা। প্রায় সময়িই আমাদের My PC/ My Computer Double Click করে চালু করতে গেলে একটু সময় নিয়ে চালু হয়। এটা মাঝে মাঝে কোন কোন ব্যবহার কারীর কাছে সমস্যার কারন হয়ে দাড়ায়। তো চলুন তাহলে শুরু করা যাকঃ     প্রথমে আপনাকে Start Menu তে যেতে হবে। তারপর Run এ ক্লিক করতে হবে।       তারপর Run আসলে “regedit” লিখুন। এ Message টা আসলে Yes বোতামে ক্লিক করুন। তারপর HKEY_CURRENT_USER এ ক্লিক করুন। তারপর Control Panel এ ক্লিক করুন। তারপর Desktop এ ক্লিক করুন।   তারপর ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ক্লিক করুন। দেখুন Value Data “400” লেখা আছে, সেখানে 100 লেখে OK ক্লিক করুন। কম্পিউটারটাকে Restart দিন। আর দেখুন যে আপনি যখন My PC/ My Computer চালু করছেন তখন দেখবেন যে, এটা চালু হতে আ...

কেসিং না খুলেই CMD এর মাধ্যমে মাদার বোর্ড এর মডেল নাম্বার জানুন খুব সহজেই

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন, আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন   একটি টিপস্‌। আমরা যারা কম্পিউটার ব্যবহার কারি আছি, তারা সবাই জানি মাদার বোর্ড শব্দটি বা কথাটি আমাদের কাছে কতটা পরিচিত,   কিন্তু আমরা অনেকেই জানি না যে, কম্পিউটারের কেসিং না খুলে কিভাবে আমরা একটি কম্পিউটারের   মাদার বোর্ড এর মডেল নাম্বার জানতে পারি. অনেকের কাছে মাদারর বোর্ড এর মডেল জানতে চাইলে বলে, কেসিং খুলতে হবে অথবা CPU-Z সফ্টওয়্যারটি Install করতে হবে।   তো আজকের টিপস্ টি তাদেরকে ‍উদ্দেশ্য করে তৈরি করা।   চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপসব: প্রথমে আপনাকে ‍Start Menu তে যেতে হবে। তারপর Search Bar   এ CMD লিখতে হবে। CMD লিখার পর আপনি উপরে যে cmd.exe এসেছে তার উপর মা উসের ডান বোতাম চেপে Run as administrator এ ক্লিক করুন। CMD Open হলে তাতে লিখুন: wmic তারপর enter প্রেস করুন। wmic:root\cli> লিখাটি আসার আগ পর্যন্ত   ২/১ সেকেন্ড অপেক্ষা করুন। baseboard লিখুন ...

যে কোন Image দিয়ে Google এ Search

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটু  ব্যতিক্রমী টিপস্ । আমরা অনেকেই Search Engine হিসেবে Google কে ব্যবহার করে আসছি। কিন্তু Google এর কিছু Service আছে যা আমরা অনেকেই জানি না। আজকে এমনই একটি বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। চলুন কথা বেশি না বলে শুরু করা যাক আজকের টিউন: প্রথমে আপনি আপনার ব্রাউজারটি চালু করুন। তারপর Images এ ক্লিক করুন। তারপর ক্যামেরার মত ছোট Icon এ ক্লিক করুন। তারপর Upload an Image   এ ক্লিক করুন। তারপর Choose File এ ক্লিক করুন। তারপর আপনার যে Image টি দিয়ে Google এ Search করতে চান তা Source Select করে Open এ ক্লিক করুন। এর পর নিজেই দেখুন Google কত সুন্দর কাজ করছে। আর আপনার দেয়া ছবি সম্পর্কিত নানান তথ্য নিয়ে হাজির হয়েছে। Google এর নতুন Service টা আশা করি আপনাদের ভাল লাগছে। আজকে এ পর্যন্তই , যদি টিপস্ টি ভাল লেগে থাকে , তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস...