আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই
ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমার পোষ্ট করার জন্য, সাময়িক ব্যবস্তার কারনে অনেকটা দেরি
টা হয়ে গেল। আশা করি, এখন থেকে নিয়মিত পোষ্ট পাবেন। আমাকে অনেকেই Windows Operating System (OS) Installation
নিয়ে পোষ্ট করার কথা বলেছেন। তো আজকের পোষ্টটা তাদের জন্যই। তো আমরা সবাই বুঝে গেছি “কি
হবে আমাদের আজকের টপিক?”, আজকের টপিক Windows
Operating System (OS) Installation.
চলুন তাহলে শুরু করা
যাক আজকের টিপস্:
প্রথমেই আপনাকে Windows Operating System 8 / 8.1 & Win10 (32 Bit / 64 Bit) এর একটি CD/DVD আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক এর ROM প্রবেশ করাতে হবে। তারপর কম্পিউটারটি
Restart করে BIOS এ প্রবেশ করুন।
Boot এ প্রবেশ এর পর 1st
Boot CV/DVD অথবা 1st Boot USB CV/DVD দিয়ে 2nd Boot HDD
Drive দিয়ে F10 এ ক্লিক করুন।
OK ক্লিক করে Save
করুন।
এটা আশার পর Keyboard
থেকে যে কোন একটা Key/ Button এ ক্লিক করুন।
Windows 10 Setup 32 Bit
/ 64 Bit Select করে Enter বোতাম প্রেশ করুন।
Language নির্বাচন করুন।
তারপর Next বোতাম প্রেশ করুন।
Install now বোতামে
প্রেশ করুন।
License Trams এর Accept
Box এ টিক চিহ্ন দিয়ে Next বোতাম প্রেশ করুন।
যেহেতু আমরা Microsoft
এর Pirate Version ব্যবহার করছি সেহেতু “I don’t have a product key” ক্লিক করুন।
আপনি আপনার পছন্দের
Edition টি নির্বাচন করে Next বোতাম প্রেশ করুন।
তারপর Custome Install
Windows only (Advance) এ ক্লিক করুন।
এটা খুবই গুরুত্বপূর্ন
একটি জায়গা, আপনার কম্পিউটার/ ল্যাপটপ/
নোটবুক এর HDD তে কোন OS/Partition দেওয়া না থাকলে এমনটাই দেখাবে। New তে ক্লিক করে
আপনি আপনার Drive (Size wise) গুলো তৈরি করে নিন।
Partition হয়ে গেলে এটা এমন দেখোবে। তারপর আপনি যে ড্রাইভে
Operating System (OS) টা Install করতে ইচ্ছুক শুধু মাত্র তা Select করে Next
বোতাম প্রেশ করুন।
এমন করে কম্পিউটার/ ল্যাপটপ/
নোটবুক Operation System (OS) আস্তে আস্তে Install হতে থাকবে। 100% হয়ে গেলে অন্যান্য Process গুলো হবে।
Process গুলো শেষ হয়ে
গেলে কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক Automatic
Restart নিবে। 10 সে. অপেক্ষা করতে না চাইলে আপনি সরাসরি Restart now বোতামে
ক্লিক করেও Restart দিতে পারেন।
তারপর কিছুক্ষন পরই আপনি আপনার কাঙ্খিত Desktop কে দেখতে পাবেন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
What a learning post..... nice.
উত্তরমুছুন