আসসালামু অলাইকুম , ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটু ব্যতিক্রমী টিপস্ । আমরা অনেকেই RAR / Zip সম্পর্কে জানি, এ দুটাই ফাইল বা ফোল্ডারকে Compress করে দেয় তার সাথে সাথে আপনি পাচ্ছেন Password Protection ও Virus এর হাত থেকে মুক্তি। আজ আমি আপনাদের দেখাবো, যে কোন ফাইল বা ফোল্ডারকে Password Protection দিয়ে RAR / Zip করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্: প্রথমে আপনাকে WinRAR 5.50 থেকে ফাইলটি Download করে, Install করে নিতে হবে। Start মেনু থেকে All Programs Win Rar Open করুন। File তেকে Browse for Folder এ ক্লিক করুন। যে ফাইল গুলো কে আপনি Password Protection দিতে চান ঐ গুলো Select করে Add এ ক্লিক করুন। ( (1) Archive Format পছন্দ করে (2 ) Advanced এ ক্লিক করুন। Set Password এ ক্লিক করুন। আপনার পছন্দ মত Password দিয়ে Ok বোতাম চাপুন। দেখুন ফাইলটি Open করতে গেলে Password চাচ্ছে। ...
টেকনোলজির সব ধরনের অাপডেট ও সমস্যার সমাধান পেতে অামাদের সাথেই থাকুন.. :)