আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য
থাকছে গুরুত্বপূর্ন একটি টিপস্। কিছুদিন যাবৎ Outlook নিয়ে লেখালেখি করছি তো আজও আপনাদের জন্য থাকেছে Outlook সম্পর্কিত টিপস্। আজ আমি আপনাদের
দেখাবো কিভাবে Outlook Backup নিতে
হয়। Outlook এর এটি একটি গুরুত্বপূর্ন
বিষয় । চলুন তাহলে শুরু করা যাক আজকের
টিপস্ :
প্রথমে আপনি Outlook Open করুন,
মেনুবার থেকে File ক্লিক করুন।
তারপর Open & Export এ ক্লিক করুন।
তারপর Import / Export এ ক্লিক করুন।
তারপর Export to a file Select করে Next বোতাম
চাপুন।
তারপর Outlook Data File.pst Select করে Next বোতাম চাপুন।
তারপর Include Subfolder’s এ টিক দিয়ে Next বোতাম চাপুন।
(১) কোন স্থানে বা কোন ড্রাইভে আপনি আপনার Outloop Backup চাচ্ছেন তা
Browse করে Select করে দিন। (২) ২য় Option টা আপনি
একটু পড়ে দেখে দিন, কোন Option টা
আপনার জন্য ভাল হবে। (৩) Finish বোতাম চাপুন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
Mail: Gmail
Office
Application: Office 2013
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন