আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য অন্যতম
গুরুত্বপূর্ন টিপস্। আমরা অনেকেই ব্যক্তিগত ভাবে বা অফিসিয়াল ভাবে Microsoft Outlook ব্যবহার করে আসছি।
যেহেতু Microsoft Outlook এ password saved থাকে, তাই
প্রতিবার Outlook Open করার সময় Password এর প্রয়োজন হয় না আর আমরা ও
একটা সময় Outlook এর Password টা ভুলে যাই। আবার যখন Password প্রয়োজন হয় তখন অনেকের মাথায়ও
হাত দিতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছোট Software দিয়ে আপনি আপনার কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এর Outlook এর Saved Password দেখবেন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের
টিপস্:
যে কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এ Microsoft Outlook Install আছে সেখানে Software টি Download
করুন নির্দেশনা অনুযায়ী Software Install
করুন।
Mouse এর ডান বোতামে চেপে Run as administrator এ ক্লিক করুন।
Next বোতাম চাপুন।
যদি আপনি সফ্টওয়ারটি অন্য
কোন ড্রাইভে Install করতে চান তাহলে Browse Option টা ব্যবহার করতে পারেন, অন্যথায়
Next বোতাম চাপুন।
Install বোতাম চাপুন।
Installation শেষ হলে Finish বোতাম চাপুন।
Software টি Open হলে কিছুটা ডানে সরে আসুন। আর দেখুন
Password এর Cell এ দেখুন আপনার সেই কাঙ্খিত Outlook
Saved Password.
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন