সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে RAR / Zip ফাইলে Password দিয়ে লক করবেন... দেখেনিন


আসসালামু অলাইকুম
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটু ব্যতিক্রমী টিপস্ । আমরা অনেকেই  RAR / Zip সম্পর্কে জানি, এ দুটাই ফাইল বা ফোল্ডারকে Compress করে দেয় তার সাথে সাথে আপনি পাচ্ছেন Password Protection Virus এর হাত থেকে মুক্তি। আজ আমি আপনাদের দেখাবো, যে কোন ফাইল বা ফোল্ডারকে Password Protection দিয়ে  RAR / Zip করবেন।

চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:

প্রথমে আপনাকে WinRAR 5.50 থেকে ফাইলটি Download করে, Install করে নিতে হবে।

Start মেনু থেকে All Programs

Win Rar Open করুন।

File তেকে Browse for Folder এ ক্লিক করুন।

যে ফাইল গুলো কে আপনি Password Protection দিতে চান ঐ গুলো Select করে Add এ ক্লিক করুন।

(1)   Archive Format পছন্দ করে  (2) Advanced এ ক্লিক করুন।

Set Password এ ক্লিক করুন।

আপনার পছন্দ মত Password দিয়ে Ok বোতাম চাপুন।


দেখুন ফাইলটি Open করতে  গেলে Password চাচ্ছে।  এভাবেই আপনি আপনার যে কোন ফাইল বা ফোল্ডারকে কে Password দিয়ে RAR / Zip করতে পারবেন।


আজকে পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন। 



[
বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি। আজ আমরা যে বিষটা নিয়ে টিউন্স টি করবো এটা খুব চিরচেনা সমস্যা। প্রায় সময়িই আমাদের My PC/ My Computer Double Click করে চালু করতে গেলে একটু সময় নিয়ে চালু হয়। এটা মাঝে মাঝে কোন কোন ব্যবহার কারীর কাছে সমস্যার কারন হয়ে দাড়ায়। তো চলুন তাহলে শুরু করা যাকঃ     প্রথমে আপনাকে Start Menu তে যেতে হবে। তারপর Run এ ক্লিক করতে হবে।       তারপর Run আসলে “regedit” লিখুন। এ Message টা আসলে Yes বোতামে ক্লিক করুন। তারপর HKEY_CURRENT_USER এ ক্লিক করুন। তারপর Control Panel এ ক্লিক করুন। তারপর Desktop এ ক্লিক করুন।   তারপর ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ক্লিক করুন। দেখুন Value Data “400” লেখা আছে, সেখানে 100 লেখে OK ক্লিক করুন। কম্পিউটারটাকে Restart দিন। আর দেখুন যে আপনি যখন My PC/ My Computer চালু করছেন তখন দেখবেন যে, এটা চালু হতে আ...

কেসিং না খুলেই CMD এর মাধ্যমে মাদার বোর্ড এর মডেল নাম্বার জানুন খুব সহজেই

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন, আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন   একটি টিপস্‌। আমরা যারা কম্পিউটার ব্যবহার কারি আছি, তারা সবাই জানি মাদার বোর্ড শব্দটি বা কথাটি আমাদের কাছে কতটা পরিচিত,   কিন্তু আমরা অনেকেই জানি না যে, কম্পিউটারের কেসিং না খুলে কিভাবে আমরা একটি কম্পিউটারের   মাদার বোর্ড এর মডেল নাম্বার জানতে পারি. অনেকের কাছে মাদারর বোর্ড এর মডেল জানতে চাইলে বলে, কেসিং খুলতে হবে অথবা CPU-Z সফ্টওয়্যারটি Install করতে হবে।   তো আজকের টিপস্ টি তাদেরকে ‍উদ্দেশ্য করে তৈরি করা।   চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপসব: প্রথমে আপনাকে ‍Start Menu তে যেতে হবে। তারপর Search Bar   এ CMD লিখতে হবে। CMD লিখার পর আপনি উপরে যে cmd.exe এসেছে তার উপর মা উসের ডান বোতাম চেপে Run as administrator এ ক্লিক করুন। CMD Open হলে তাতে লিখুন: wmic তারপর enter প্রেস করুন। wmic:root\cli> লিখাটি আসার আগ পর্যন্ত   ২/১ সেকেন্ড অপেক্ষা করুন। baseboard লিখুন ...

যে কোন Image দিয়ে Google এ Search

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটু  ব্যতিক্রমী টিপস্ । আমরা অনেকেই Search Engine হিসেবে Google কে ব্যবহার করে আসছি। কিন্তু Google এর কিছু Service আছে যা আমরা অনেকেই জানি না। আজকে এমনই একটি বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। চলুন কথা বেশি না বলে শুরু করা যাক আজকের টিউন: প্রথমে আপনি আপনার ব্রাউজারটি চালু করুন। তারপর Images এ ক্লিক করুন। তারপর ক্যামেরার মত ছোট Icon এ ক্লিক করুন। তারপর Upload an Image   এ ক্লিক করুন। তারপর Choose File এ ক্লিক করুন। তারপর আপনার যে Image টি দিয়ে Google এ Search করতে চান তা Source Select করে Open এ ক্লিক করুন। এর পর নিজেই দেখুন Google কত সুন্দর কাজ করছে। আর আপনার দেয়া ছবি সম্পর্কিত নানান তথ্য নিয়ে হাজির হয়েছে। Google এর নতুন Service টা আশা করি আপনাদের ভাল লাগছে। আজকে এ পর্যন্তই , যদি টিপস্ টি ভাল লেগে থাকে , তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস...