আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই
ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমার পোষ্ট করার জন্য, সাময়িক ব্যবস্তার কারনে দেরি
টা হয়ে গেল। আশা করি এখন থেকে নিয়মিত পোষ্ট পাবেন। আমাকে অনেকেই Windows 10 Operating System ব্যবহার
করছি। কিন্তু অনেকেই এখনো Windows 10 এর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। আজ দেমনি
একটি টপিক নিয়ে চলে আসলাম টিউন করতে।
আপনি একটু লক্ষ্য করলে
দেখতে পারবেন Windows 10 এর Taskbar এ Search Box টা আপনার মোটামোটি ভালো জায়গা দখল করে আছে যার জন্য আপনি
হয়তো আপনার প্রয়োজনীয় কোন Apps Pin করতে পারছেন না। চলুন তাহলে শুরু করা
যাক আজকের টিউন।
আপনি এই Search Box কে Taskbar থেকে Remove করতে
চাইলে প্রথমে আপনাকে Taskbar এর খালি
জায়গায় ক্লিক করতে হবে।
তারপর Search এ ক্লিক করতে হবে।
তারপর একটু ডানে আসুন
আর Hidden এ ক্লিক করুন।
দেখুন আপনার Search Box টা Hidden হয়ে গেছে ।
আর যদি Search Box টি আপনি
ছোট আইকন আকারে পেতে চান…
তাহলে একটু ডানে আসুন আর Show Search Icon এ ক্লিক করুন। দেখুন আপনার Search Box টা Icon হয়ে
গেছে ।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন