আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্ এর রহমতে সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারন একটি টিপস্। এই টিপস্ এর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত যে কোন ফোল্ডারকে কোন সফ্টওয়্যারের সাহায্য ছাড়া হাইড/লুকাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:
প্রথমে আপনাকে একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে অথবা আগের তৈরিকৃত ফোল্ডারটি Rename করতে হবে।
তারপর
Keyboard থেকে Alt চেপে ধরে 0160 প্রেস করুন অথবা Alt চেপে ধরে 255 প্রেস করে Enter দিন। দেখতে পাবেন যে আপনার উক্ত ফোল্ডারটির একটি ব্ল্যাঙ্ক Name হয়ে গেছে। এবার আমরা উক্ত ফোল্ডারের Yellow
Icon টা পরিবর্তন করে Transparent Icon দিয়ে দিব। এতে ফোল্ডার সিকিউর হয়ে যাবে। কেননা ফোল্ডারের কোন নাম নেই যার মাধ্যমে কেউ খুজে বের করবে অথবা
Transparent Icon সহজে কারো চোখেই পরবে না। নীচের চিত্র গুলো অনুসরন করুনঃ-
উক্ত ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
Customize টেব এ প্রবেশ করুনঃ-
Change Icon এ ক্লিক করুনঃ-
1 নং এরিয়া থেকে যে কোন Icon সিলেক্ট করুন। তারপর 2 নং এরিয়া থেকে OK দিন। তারপর আবার 3 নং এরিয়া থেকে OK দিন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে তাহলে Friends দের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
**আমাদের অন্যান্য টিপস্ সমূহ**
Nice Post
উত্তরমুছুন