সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Windows 10 এর Auto Update বন্ধ করুন

আসসালামু অলাইকুম
আমার ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য রকম একটি টিপস্আমরা অনেকেই আছি যারা বাজারে আসা নতুন অপারেটিং সিস্টেম Windows10 ব্যবহার করছি। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমের অন্যতম দিক হচ্ছে অনলাইন থেকে ঘন ঘন আপডেট  নেওয়া, নিত্য নতুন আপডেট আসছে আর আমাদের কম্পিউটার আপডেট নিচ্ছে। যা মাঝে মাঝে আমাদের প্যারার বিষয় হয়ে দাড়ায়, যেমন : আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন আর এমন সময় আপডেট নিচ্ছে, অথবা আপডেট নিয়ে আপনার কাজের মাঝেই একটু Restart নিয়ে নেয় ইত্যাদি। তো আমি আপনাদের দেখাবো কিভাবে Windows 10 এর Auto Update বন্ধ করে। চলুন তাহলে শুরু করা যাক:
 Start থেকে  Run প্রবেশ করুন
gpedit.msc লেখে Ok বোতাম প্রেস করুন
 Administrative Templates প্রবেশ করুন
Windows Components প্রবেশ করুন

নিচের দিকে Windows Update প্রবেশ করে ডান দিকে Configure Automatic Updatesডাবল ক্লিক করুন।
                               
           
প্রথমে Enable করুন, তারপর
2. Notify for download and notify for install নির্বাচন করুন। তারপর OK বোতামে ক্লিক করুন।


কম্পিউটারটা এবার Restart করুন।

**আমাদের অন্যান্য টিপস্ সমূহ**

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে Pen Drive Bootable করবেন?

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন , আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Effective একটি টিপস্। আমরা অনেকেই আছি যারা কম্পিউটার/ল্যাপটপ/নোটবুক ব্যবহার করি যার সিডি/ডিভিডি রোম নেই। অনেক সময় সিডি/ডিভিডি রোম থাকা সত্বেও তা   নষ্ট হয়ে গেছে। তাই আজকের টিপস্ এ আমরা দেখব কিভাবে প্যান ড্রাইভের  Bootable  করে আপনি আপনার   কম্পিউটার / ল্যাপটপ / নোটবুক এ নতুন অপারেটিং সিস্টেম Install করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্ : যে Pen Drive এর সাহায্যে আপনি কম্পিউটার / ল্যাপটপ / নোটবুক এ নতুন অপারেটিং সিস্টেম Install দিতে চাচ্ছেন তা প্রথমে Bootable করে নিতে হবে। তো অনেকেই যানে যে, Bootable কি? আবার অনেকেই যানে না Bootable কি? কিভাবে করতে হয়, আর কি কি প্রায়োজন? ১। প্রথমেই আপনার একটা Pen Drive লাগবে (4 GB+) 2। Windows XP / 7 / 8 / 8.1 / 10 এর ISO File লাগবো 3। প্যান ড্রাইভকে Bootable করার Software প্রথমে আপনাকে ISO File ফাইলটাকে নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখতে হবে। যাতে আমরা পরবর্তিতে ফাইলটাকে খুব...

মাইক্রোসফ্ট ওয়ার্ডে কিভাবে এক্সেলের মত অটো নাম্বারিং করবেন?

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন   একটি টিপস্‌।   আমরা যারা মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং মাইক্রোসফ্টি এক্সেলে কাজ করি তারা প্রায় সময়ই ভাবি যে, যদি  মাইক্রোসফ্টি এক্সেলের মত করে মাইক্রোসফ্ট ওয়ার্ড এ অটো নাম্বারিং করা যেত, তাহলে কাজটা আরো অনেকটা সহজ হয়ে যেত। তো আমি বলতে চাচ্ছি যে, আজকের টিপস্ টা তাদের জন্য ই।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্: প্রথমে আপনাকে একটি মাইক্রোসফ্ট ওয়ার্ড ফাইলটি Open / Create করতে হবে। Insert থেকে Table এ ক্লিক করে আমরা একটি টেবিল তৈরি করবো। যদি আমাদের পূর্বে টেবিল তৈরি থাকে তাহলে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই। টেবিলের যে Column আমরা অটো নাম্বারিং করতে চাই সেখানের Cursor রেখে কী-বোর্ড থেকে Ctrl+F9 বোতাম চাপুন। উপরের মত দুইটি 2 nd Bracket আসবে। 2 nd Bracket এর মাঝে   লিখুন ”autonum“ কী-বোর্ড থেকে F9 বোতাম চাপুন। দেখবেন উপরের চীত্রের মত অটো মেটিক 1 চলে আসছে। তারপর যে Cell এ অটো ...

কিভাবে Install করবেন Win 8 / Win 8.1 & Win10 দেখেনিন A to Z

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমার পোষ্ট করার জন্য, সাময়িক ব্যবস্তার কারনে অনেকটা দেরি টা হয়ে গেল। আশা করি, এখন থেকে নিয়মিত পোষ্ট পাবেন। আমাকে অনেকেই Windows Operating System (OS) Installation নিয়ে পোষ্ট করার কথা বলেছেন। তো আজকের পোষ্টটা তাদের জন্যই। তো আমরা সবাই বুঝে গেছি “কি হবে আমাদের আজকের টপিক?”, আজকের টপিক Windows Operating System (OS) Installation. চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:   প্রথমেই আপনাকে Windows Operating System 8 / 8.1 & Win10 (32 Bit / 64 Bit) এর একটি CD/DVD আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক এর ROM প্রবেশ করাতে হবে। তারপর কম্পিউটারটি Restart করে BIOS এ প্রবেশ করুন।  Boot এ প্রবেশ এর পর 1 st Boot CV/DVD অথবা 1 st Boot USB CV/DVD দিয়ে 2 nd Boot HDD Drive দিয়ে F10 এ ক্লিক করুন। OK ক্লিক করে Save করুন। এটা আশার পর Keyboard থেকে যে কোন একটা Key/ Button এ ক্লিক করুন। Windows 10 Setup 32 Bit /...