আসসালামু অলাইকুম,
আমার ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য রকম একটি টিপস্, আমরা অনেকেই আছি যারা বাজারে আসা নতুন অপারেটিং সিস্টেম Windows10 ব্যবহার করছি। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমের অন্যতম দিক হচ্ছে অনলাইন থেকে ঘন ঘন আপডেট নেওয়া, নিত্য নতুন আপডেট আসছে আর আমাদের কম্পিউটার আপডেট নিচ্ছে। যা মাঝে মাঝে আমাদের প্যারার বিষয় হয়ে দাড়ায়, যেমন : আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন আর এমন সময় আপডেট নিচ্ছে, অথবা আপডেট নিয়ে আপনার কাজের মাঝেই একটু Restart নিয়ে নেয় ইত্যাদি। তো আমি আপনাদের দেখাবো কিভাবে Windows 10 এর Auto Update বন্ধ করে। চলুন তাহলে শুরু করা যাক:
Start থেকে Run প্রবেশ করুন
gpedit.msc লেখে Ok বোতাম প্রেস করুন
Administrative Templates প্রবেশ করুন
Windows Components প্রবেশ করুন
নিচের দিকে Windows Update প্রবেশ করে ডান দিকে
Configure Automatic Updates এ ডাবল ক্লিক করুন।
প্রথমে Enable করুন, তারপর
2. Notify for download and notify for
install নির্বাচন করুন। তারপর OK বোতামে ক্লিক করুন।
কম্পিউটারটা এবার Restart করুন।
**আমাদের অন্যান্য টিপস্ সমূহ**
Exellent Post
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকম্পিউটারের অনেক অজানা কিছু গুরুত্বপূর্ণ কাজ জানা ছিলো না, যেটা আপনার ব্লগ থেকে পেলাম।
উত্তরমুছুনসাথে থাকার জন্য ধন্যবাদ
মুছুন