আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে
আপনি আপনার WhatsApp Account টি আপনার কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এ ব্যবহার
করবেন।
চলুন তাহলে শুরু করা
যাক আজকের টিপস্ :
প্রথমে আপনি আপনার কম্পিউটারের
ব্রাউজার (অবশ্যই Internet Explorer ছাড়া)
দিয়ে https://web.Whatsapp.com/🌐/en ব্রাউজ করতে হবে । তারপর নীচের
চিত্রের মত আসবে
WhatsApp Web এ ক্লিক করুন।
উপরের মত একটি QR Code আসবে।
তারপর আপনার মোবাইলের WhatsApp টা Open করুন। যদি মোবাইলে WhatsApp App না থাকে তাহলে Google Play Store থেকে Download করুন।
তারপর Install করে Account তৈরি করে নিন এবং WhatsApp এর Home Page আসুন।
Option ক্লিক করুন।
WhatsApp Web এ ক্লিক করুন।
Scan Code Option টা আসলে, আপনি আপনার কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এর Monitor / Display এর QR Code এর উপর মোবাইল ফোনের ক্যামেরা টা ধরুন। দেখবের Auto QR Code Scan করে Web Log-In হয়ে যাবে। আর Log-In এর সময় ফোনটা হালকা Vibration করবে। তবে WhatsApp কম্পিউটারে ব্যবহারের সময় আপনার কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এবং মোবাইলে Internet Connection ও থাকা আবশ্যক।
কেউ কোন ধরনের সমস্যায়
পরলে বা আমাদের টিপস্ টি আপনাদের কেমন লাগলো আমাদের Comments এ জানাবেন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]






প্রিয় এ্যাডমিন ভাইয়া, পোষ্টটি সত্যিই আমার উপকারে আসছে। অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুনআপনাকেও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ.. আশা করি পরবর্তিতেও আপনাকে পাশে পাবো.. :)
মুছুন