সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে Adobe Photoshop ব্যবহার করে Multi PDF তৈরি করবেন?


আসসালামু অলাইকুম
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি Adobe Photoshop এর মাধ্যমে Multi PDF File তৈরি করবেন। আমাদের কাছে Multi PDF শব্দটা খুবই পরিচিত। কিন্তু অনেকেই জানি না এটা কিভাবে তৈরি করে? আবার যারা জানে যে Multi PDF কিভাবে তৈরি করতে হয়, তারাও মাঝে মাঝে দ্বিধায় পরে যায় যে, কোন সফ্টওয়্যারের দিয়ে তা তৈরি করবেন। কেননা অসংখ্য সফ্টওয়্যার দিয়ে এটা করা যায়। আবার Online ও এটা করা যায় কোন সফ্টওয়্যার Install এর ঝামেলা ছাড়াই। তো যে বা যারা User Online এর সাথে সংযুক্ত নাই তাদের জন্য আমাদের আজকের টিপস্। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:
কিভাবে আমরা Adobe Photoshop ব্যবহার করে Multi PDF তৈরি করবো?
প্রথমেই আপনাকে আপনার কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এ Adobe Photoshop CS Install (”অবশ্যই Adobe Photoshop 7.0 এর পরবর্তি র্ভাশন হতে হবে”) করতে হবে।


তারপর Adobe Photoshop CS সফ্টওয়্যার টি Open করতে নীচের চিত্র অনুশরন করুন।


File থেকে Automate থেকে PDF Presentation এ ক্লিক করুন।


Brows এ ক্লিক করুন। তারপর Page Source File গুলো Select করেদিন Priority Basis, তারপর ‍Save এ ক্লিক করুন।  


 
এখানে আপনার ফাইলটি কোথায় কি নামে Save হবে তা দিয়ে Save বোতামে ক্লিক করুন।


এই Pop-up টা আসলে আপনি PDF Image Quality উপর Base করে Quality Mention করে দিন। (Standard 3 থেকে 6)


এই তো  হয়ে  Adobe Photoshop দিয়ে Multi PDF File তৈরি করা। কেউ কোন ধরনের সমস্যায় পরলে বা আমাদের টিপস্ টি আপনাদের কেমন লাগলো আমাদের Save এ জানাবেন। অথাবা কারো কোন টপিস্ থাকলে আমাদের জানাবেন, তাহলে আমরা উটার উপর টিউন করবো।


আজকে পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন। 


[
বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে Pen Drive Bootable করবেন?

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন , আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Effective একটি টিপস্। আমরা অনেকেই আছি যারা কম্পিউটার/ল্যাপটপ/নোটবুক ব্যবহার করি যার সিডি/ডিভিডি রোম নেই। অনেক সময় সিডি/ডিভিডি রোম থাকা সত্বেও তা   নষ্ট হয়ে গেছে। তাই আজকের টিপস্ এ আমরা দেখব কিভাবে প্যান ড্রাইভের  Bootable  করে আপনি আপনার   কম্পিউটার / ল্যাপটপ / নোটবুক এ নতুন অপারেটিং সিস্টেম Install করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্ : যে Pen Drive এর সাহায্যে আপনি কম্পিউটার / ল্যাপটপ / নোটবুক এ নতুন অপারেটিং সিস্টেম Install দিতে চাচ্ছেন তা প্রথমে Bootable করে নিতে হবে। তো অনেকেই যানে যে, Bootable কি? আবার অনেকেই যানে না Bootable কি? কিভাবে করতে হয়, আর কি কি প্রায়োজন? ১। প্রথমেই আপনার একটা Pen Drive লাগবে (4 GB+) 2। Windows XP / 7 / 8 / 8.1 / 10 এর ISO File লাগবো 3। প্যান ড্রাইভকে Bootable করার Software প্রথমে আপনাকে ISO File ফাইলটাকে নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখতে হবে। যাতে আমরা পরবর্তিতে ফাইলটাকে খুব...

মাইক্রোসফ্ট ওয়ার্ডে কিভাবে এক্সেলের মত অটো নাম্বারিং করবেন?

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন   একটি টিপস্‌।   আমরা যারা মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং মাইক্রোসফ্টি এক্সেলে কাজ করি তারা প্রায় সময়ই ভাবি যে, যদি  মাইক্রোসফ্টি এক্সেলের মত করে মাইক্রোসফ্ট ওয়ার্ড এ অটো নাম্বারিং করা যেত, তাহলে কাজটা আরো অনেকটা সহজ হয়ে যেত। তো আমি বলতে চাচ্ছি যে, আজকের টিপস্ টা তাদের জন্য ই।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্: প্রথমে আপনাকে একটি মাইক্রোসফ্ট ওয়ার্ড ফাইলটি Open / Create করতে হবে। Insert থেকে Table এ ক্লিক করে আমরা একটি টেবিল তৈরি করবো। যদি আমাদের পূর্বে টেবিল তৈরি থাকে তাহলে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই। টেবিলের যে Column আমরা অটো নাম্বারিং করতে চাই সেখানের Cursor রেখে কী-বোর্ড থেকে Ctrl+F9 বোতাম চাপুন। উপরের মত দুইটি 2 nd Bracket আসবে। 2 nd Bracket এর মাঝে   লিখুন ”autonum“ কী-বোর্ড থেকে F9 বোতাম চাপুন। দেখবেন উপরের চীত্রের মত অটো মেটিক 1 চলে আসছে। তারপর যে Cell এ অটো ...

কিভাবে Install করবেন Win 8 / Win 8.1 & Win10 দেখেনিন A to Z

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমার পোষ্ট করার জন্য, সাময়িক ব্যবস্তার কারনে অনেকটা দেরি টা হয়ে গেল। আশা করি, এখন থেকে নিয়মিত পোষ্ট পাবেন। আমাকে অনেকেই Windows Operating System (OS) Installation নিয়ে পোষ্ট করার কথা বলেছেন। তো আজকের পোষ্টটা তাদের জন্যই। তো আমরা সবাই বুঝে গেছি “কি হবে আমাদের আজকের টপিক?”, আজকের টপিক Windows Operating System (OS) Installation. চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:   প্রথমেই আপনাকে Windows Operating System 8 / 8.1 & Win10 (32 Bit / 64 Bit) এর একটি CD/DVD আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক এর ROM প্রবেশ করাতে হবে। তারপর কম্পিউটারটি Restart করে BIOS এ প্রবেশ করুন।  Boot এ প্রবেশ এর পর 1 st Boot CV/DVD অথবা 1 st Boot USB CV/DVD দিয়ে 2 nd Boot HDD Drive দিয়ে F10 এ ক্লিক করুন। OK ক্লিক করে Save করুন। এটা আশার পর Keyboard থেকে যে কোন একটা Key/ Button এ ক্লিক করুন। Windows 10 Setup 32 Bit /...