সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোন সফ্টওয়্যার ছাড়া কম্পিউটার এর ড্রাইভ হাইড করুন

আসসালামু অলাইকুম, 
আমার ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ট্রিকস যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ (সি ড্রাইভ বাদে) হাইড বা লুকিয়ে রাখতে পারবেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকের কিছু না কিছু গোপনিয় ফাইল/ নথি থাকে আর আমরা এটা আমাদের কম্পিউটারে রেখে থাকি। আপনার সেই কাঙ্খিত ড্রাইভটি কোন Third Party সফ্টওয়্যার ছাড়াই হাইড করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক,  প্রথমে নিচের চিত্রটি দেখুন:- 
My PC>Manage
Manage এর মেনুটা আসতে 2/1 সে. সময় নিতে পারে তারপর পরের চিত্রটি দেখুন:-


তারপর Disk Management এ ক্লিক করুন:-
যে ড্রাইভটি আপনি হাইড করতে চান তার উপর Right Button এ ক্লিক করে Change Drive Letter and Path এ ক্লিক করুন:-
তারপর Remove এ ক্লিক করুন:-
এই ম্যাসেজটি আসলে Yes দিন। এবার My PC তে গিয়ে ভিজিট করে আসুন, দেখুন আপনার ড্রাইভ টি আর Show করছে না। 

এবার আবার পুনঃরায় ড্রাইভটি Show করাতে নিচের চিত্রটি দেখুন:-
Change Drive Letter and Path এ ক্লিক করুন:-
তারপর Add এ ক্লিক করুন:-
যে ড্রাইভ লেটারে আপনি আপনার কাঙ্খিত ড্রাইভটি দেখতে চান তা Select করে OK দিন।

আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে তাহলে Friends  দের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্  এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন। 

[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে Pen Drive Bootable করবেন?

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন , আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Effective একটি টিপস্। আমরা অনেকেই আছি যারা কম্পিউটার/ল্যাপটপ/নোটবুক ব্যবহার করি যার সিডি/ডিভিডি রোম নেই। অনেক সময় সিডি/ডিভিডি রোম থাকা সত্বেও তা   নষ্ট হয়ে গেছে। তাই আজকের টিপস্ এ আমরা দেখব কিভাবে প্যান ড্রাইভের  Bootable  করে আপনি আপনার   কম্পিউটার / ল্যাপটপ / নোটবুক এ নতুন অপারেটিং সিস্টেম Install করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্ : যে Pen Drive এর সাহায্যে আপনি কম্পিউটার / ল্যাপটপ / নোটবুক এ নতুন অপারেটিং সিস্টেম Install দিতে চাচ্ছেন তা প্রথমে Bootable করে নিতে হবে। তো অনেকেই যানে যে, Bootable কি? আবার অনেকেই যানে না Bootable কি? কিভাবে করতে হয়, আর কি কি প্রায়োজন? ১। প্রথমেই আপনার একটা Pen Drive লাগবে (4 GB+) 2। Windows XP / 7 / 8 / 8.1 / 10 এর ISO File লাগবো 3। প্যান ড্রাইভকে Bootable করার Software প্রথমে আপনাকে ISO File ফাইলটাকে নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখতে হবে। যাতে আমরা পরবর্তিতে ফাইলটাকে খুব...

মাইক্রোসফ্ট ওয়ার্ডে কিভাবে এক্সেলের মত অটো নাম্বারিং করবেন?

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন   একটি টিপস্‌।   আমরা যারা মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং মাইক্রোসফ্টি এক্সেলে কাজ করি তারা প্রায় সময়ই ভাবি যে, যদি  মাইক্রোসফ্টি এক্সেলের মত করে মাইক্রোসফ্ট ওয়ার্ড এ অটো নাম্বারিং করা যেত, তাহলে কাজটা আরো অনেকটা সহজ হয়ে যেত। তো আমি বলতে চাচ্ছি যে, আজকের টিপস্ টা তাদের জন্য ই।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্: প্রথমে আপনাকে একটি মাইক্রোসফ্ট ওয়ার্ড ফাইলটি Open / Create করতে হবে। Insert থেকে Table এ ক্লিক করে আমরা একটি টেবিল তৈরি করবো। যদি আমাদের পূর্বে টেবিল তৈরি থাকে তাহলে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই। টেবিলের যে Column আমরা অটো নাম্বারিং করতে চাই সেখানের Cursor রেখে কী-বোর্ড থেকে Ctrl+F9 বোতাম চাপুন। উপরের মত দুইটি 2 nd Bracket আসবে। 2 nd Bracket এর মাঝে   লিখুন ”autonum“ কী-বোর্ড থেকে F9 বোতাম চাপুন। দেখবেন উপরের চীত্রের মত অটো মেটিক 1 চলে আসছে। তারপর যে Cell এ অটো ...

কিভাবে Install করবেন Win 8 / Win 8.1 & Win10 দেখেনিন A to Z

আসসালামু অলাইকুম ,  ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমার পোষ্ট করার জন্য, সাময়িক ব্যবস্তার কারনে অনেকটা দেরি টা হয়ে গেল। আশা করি, এখন থেকে নিয়মিত পোষ্ট পাবেন। আমাকে অনেকেই Windows Operating System (OS) Installation নিয়ে পোষ্ট করার কথা বলেছেন। তো আজকের পোষ্টটা তাদের জন্যই। তো আমরা সবাই বুঝে গেছি “কি হবে আমাদের আজকের টপিক?”, আজকের টপিক Windows Operating System (OS) Installation. চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপস্:   প্রথমেই আপনাকে Windows Operating System 8 / 8.1 & Win10 (32 Bit / 64 Bit) এর একটি CD/DVD আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ নোটবুক এর ROM প্রবেশ করাতে হবে। তারপর কম্পিউটারটি Restart করে BIOS এ প্রবেশ করুন।  Boot এ প্রবেশ এর পর 1 st Boot CV/DVD অথবা 1 st Boot USB CV/DVD দিয়ে 2 nd Boot HDD Drive দিয়ে F10 এ ক্লিক করুন। OK ক্লিক করে Save করুন। এটা আশার পর Keyboard থেকে যে কোন একটা Key/ Button এ ক্লিক করুন। Windows 10 Setup 32 Bit /...