আসসালামু অলাইকুম,
আমার ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ট্রিকস যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ (সি ড্রাইভ বাদে) হাইড বা লুকিয়ে রাখতে পারবেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকের কিছু না কিছু গোপনিয় ফাইল/ নথি থাকে আর আমরা এটা আমাদের কম্পিউটারে রেখে থাকি। আপনার সেই কাঙ্খিত ড্রাইভটি কোন Third Party সফ্টওয়্যার ছাড়াই হাইড করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক, প্রথমে নিচের চিত্রটি দেখুন:-
My PC>Manage
Manage এর মেনুটা আসতে 2/1 সে. সময় নিতে পারে তারপর পরের চিত্রটি দেখুন:-
তারপর Disk Management এ ক্লিক করুন:-
যে ড্রাইভটি আপনি হাইড করতে চান তার উপর Right Button এ ক্লিক করে Change Drive Letter and Path এ ক্লিক করুন:-
তারপর Remove এ ক্লিক করুন:-
এই ম্যাসেজটি আসলে Yes দিন। এবার My PC তে গিয়ে ভিজিট করে আসুন, দেখুন আপনার ড্রাইভ টি আর Show করছে না।
এবার আবার পুনঃরায় ড্রাইভটি Show করাতে নিচের চিত্রটি দেখুন:-
Change Drive Letter and Path এ ক্লিক করুন:-
তারপর Add এ ক্লিক করুন:-
যে ড্রাইভ লেটারে আপনি আপনার কাঙ্খিত ড্রাইভটি দেখতে চান তা Select করে OK দিন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে তাহলে Friends দের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
আমার ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ট্রিকস যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ (সি ড্রাইভ বাদে) হাইড বা লুকিয়ে রাখতে পারবেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকের কিছু না কিছু গোপনিয় ফাইল/ নথি থাকে আর আমরা এটা আমাদের কম্পিউটারে রেখে থাকি। আপনার সেই কাঙ্খিত ড্রাইভটি কোন Third Party সফ্টওয়্যার ছাড়াই হাইড করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক, প্রথমে নিচের চিত্রটি দেখুন:-
My PC>Manage
Manage এর মেনুটা আসতে 2/1 সে. সময় নিতে পারে তারপর পরের চিত্রটি দেখুন:-
তারপর Disk Management এ ক্লিক করুন:-
যে ড্রাইভটি আপনি হাইড করতে চান তার উপর Right Button এ ক্লিক করে Change Drive Letter and Path এ ক্লিক করুন:-
তারপর Remove এ ক্লিক করুন:-
এই ম্যাসেজটি আসলে Yes দিন। এবার My PC তে গিয়ে ভিজিট করে আসুন, দেখুন আপনার ড্রাইভ টি আর Show করছে না।
এবার আবার পুনঃরায় ড্রাইভটি Show করাতে নিচের চিত্রটি দেখুন:-
Change Drive Letter and Path এ ক্লিক করুন:-
তারপর Add এ ক্লিক করুন:-
যে ড্রাইভ লেটারে আপনি আপনার কাঙ্খিত ড্রাইভটি দেখতে চান তা Select করে OK দিন।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে তাহলে Friends দের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
Nice post
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনদরকারি পোস্ট😁😁
উত্তরমুছুনওহ!! দারুন....
উত্তরমুছুন