আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজকের টিপস্
হচ্ছে: আপনি কিভাবে Windows 10 এ কোন
Microsoft Account ছাড়া New User Account খুলবেন?
আমাদের প্রায় কম্পিউটারে User Account খুলতে হয়। অনেক সময় এটা করতে হয় ডাটার নিরাপত্তার জন্য বা
Security Policy এর জন্য যাতে করে উক্ত ব্যবহার-কারি সব ধরনের ডাটা (Read/Write/Modify)
ব্যবহারের অনুমতি না পায়। কিন্তু কথা হচ্ছে Windows 10 এ User Account করা টা একটু
আলাদা। Windows 7, 8 ও 8.1 এ User Account খোলা খুবই সহজ।
চলুন তাহলে দেখা যাক Windows
10 এ কিভাবে User Account খুলতে হয়:
প্রথমে আপনাকে Control
Panel এ যেতে হবে। তারপর User Accounts এ যেতে হবে।
Make Change to my
account in PC settings এ ক্লিক করুন।
Family & Other
user এ ক্লিক করুন। তারপর Add someone
else to this PC তে ক্লিক করুন।
I don’t have this
person’s sign-in information এ ক্লিক করুন।
Add a user without a Microsoft account এ ক্লিক করুন।
Who’s going to use this PC: এ ব্যবহার-কারির নাম দিন নীচের সেল (প্রয়োজনীয় তথ্য) গুলোতে Password দিয়ে Next দিন।
দেখুন তৈরি হয়ে গেল
আপনার New User Account কোন Microsoft Account
ছাড়াই।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে তাহলে,
Friends দের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]








মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন