আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে
আপনি আপনার কম্পিউটার / ল্যাপটপ/ নোটবুক এর MAC Address পরির্তন করবেন। আমরা প্রায়
অনেকেই যানি যে MAC Address টা কি এবং এটার
কাজ কি । তাই এটা নিয়ে বেশি কিছু বললাম
না। তো কিছু জটিল কাজের খাতিরে আমাদের এটা পরিবর্তন করতে হয়। চলুন তাহলে শুরু করা
যাক আজকের টিপস্ :
প্রথমেই আপনাকে MAC
Address পরির্তরনের পূর্বে জানতে হবে আপনার বর্তমান MAC Address কি/কোনটা।
প্রথমে আপনি MAC Address তে যাবেন। তারপর Search Box e গিয়ে cmd লেখুন। তারপর উপরে cmd আসলে ওটার উপর
মাউসের ডান বোতাম প্রেস করে Run as administrator এ ক্লিক করুন।
cmd Open হলে লেখুন
getmac
এমন একটা Screen এ MAC Address Show করবে। এটা অবশ্যই আপনি নোটবুক এ লেখে রাখবেন। কেননা আপনারই আবার প িরবর্তে
প্রয়োজন হতে পারে।
প্রথমে আপনি Start Manu
তে যাবেন। তারপর Control Panel এ যান। তারপর
Network and Sharing Center এ ক্লিক করুন।
Change Adapter
Settings ক্লিক করুন।
তারপর Ethernet এর উপর
মাইসের ডান বোতাম প্রেস করে Properties এ যান।
Configure এ ক্লিক
করুন।
Advanced এ ক্লিক করুন।
তারপর Network Address নির্বচন করুন। Value বক্সটা চেক করে আপনার নতুন Mac Address
বসিয়ে OK দিন।
হয়ে গেল আপনার কম্পিউটার
/ ল্যাপটপ/ নোটবুক এর MAC Address পরির্তন। নতুন Mac Address চেক করতে চাইলে উপরের
পদ্ধতিটা অনুশরন করুন।
কেউ কোন ধরনের সমস্যায়
পরলে বা আমাদের টিপস্ টি আপনাদের কেমন লাগলো আমাদের Comments এ জানাবেন। অথবা
কারো কোন টপিস্ থাকলে আমাদের জানাবেন, তাহলে আমরা ্ঐটার উপর টিউন করবো।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন