আসসালামু অলাইকুম,
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে
এসেছি গুরুত্বপূর্ণ একটি Android App। যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনটিকে
Live CCTV Camera বানিয়ে ফেলতে পারবেন খু্ব সহজেই এবং বিশ্বের যে কোন জায়গা থেকে Internet Browser দিয়ে আপনি নজরদারিও করতে
পারবেন। তবে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। চলুন তাহলে শুরু করা
যাক আজকের টিপস্:
প্রথমে আপনাকে আপনার
Android মোবাইলে IP Camera Apps টি Google Play Store থেকে Install করতে হবে।
Apps টি Install হয়ে
গেলে Open করুন।
Start Server এ ক্লিক
করুন।
এই ম্যাসেজটি আসলে ভাল করে পড়ে Yes দিন।
এখানে Video টা Codec হচ্ছে।
এই Screen টি আসলে নীচের যে কোন একটি IP আপনর কম্পিউটারের
Browser এর address bar এ type করুন।
তারপর যে পেইজ অাসবে তার মধ্যে Browser এ ক্লিক করুন। আর দেখুন আপনার মোবাইলের ক্যামেরার লাইভ ভিডিও।
আমাদের টিপস্ টি আপনাদের কেমন লাগলো আমাদের Comments এ জানাবেন অথবা কারো কোন টিপস্ থাকলে আমাদের জানাবেন, তাহলে আমরা ওটার উপর টিউন করবো।
আমাদের টিপস্ টি আপনাদের কেমন লাগলো আমাদের Comments এ জানাবেন অথবা কারো কোন টিপস্ থাকলে আমাদের জানাবেন, তাহলে আমরা ওটার উপর টিউন করবো।
আজকে এ পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার
সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন।
[বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]
osadharon bondhu
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু
মুছুন