আসসালামু অলাইকুম , ব্লগে আপনাদেরকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে My PC/ My Computer দ্রুত চালু করার পদ্ধতি। আজ আমরা যে বিষটা নিয়ে টিউন্স টি করবো এটা খুব চিরচেনা সমস্যা। প্রায় সময়িই আমাদের My PC/ My Computer Double Click করে চালু করতে গেলে একটু সময় নিয়ে চালু হয়। এটা মাঝে মাঝে কোন কোন ব্যবহার কারীর কাছে সমস্যার কারন হয়ে দাড়ায়। তো চলুন তাহলে শুরু করা যাকঃ প্রথমে আপনাকে Start Menu তে যেতে হবে। তারপর Run এ ক্লিক করতে হবে। তারপর Run আসলে “regedit” লিখুন। এ Message টা আসলে Yes বোতামে ক্লিক করুন। তারপর HKEY_CURRENT_USER এ ক্লিক করুন। তারপর Control Panel এ ক্লিক করুন। তারপর Desktop এ ক্লিক করুন। তারপর ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ক্লিক করুন। দেখুন Value Data “400” লেখা আছে, সেখানে 100 লেখে OK ক্লিক করুন। কম্পিউটারটাকে Restart দিন। আর দেখুন যে আপনি যখন My PC/ My Computer চালু করছেন তখন দেখবেন যে, এটা চালু হতে আ...
টেকনোলজির সব ধরনের অাপডেট ও সমস্যার সমাধান পেতে অামাদের সাথেই থাকুন.. :)